উচ্ছেদ অভিযান নিয়ে যা বললেন সাদিক এগ্রোর ইমরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪
চলছে ছাগলকাণ্ডের আলোচনা। এরইমধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে।
বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসাইন।
ইমরান হোসাইন বলেন, “আমি তো এই জমির মালিক নই, একজন ভাড়াটিয়া হিসেবে ছিলাম। তাই উচ্ছেদ অভিযানে আমার কিছু যায়-আসে না। আমি অন্য কোথাও চলে যাব।”
বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশন থাকে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার আগে নিজেদের লোকজন দিয়ে স্থাপনার গুরুত্বপূর্ণ জিনিস সরিয়ে নেন তিনি। আর আগে বুধবার রাতের মধ্যেই অনেক পশু সরানো ইমরান।
উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর তিনি বলেন, “সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানাই”
আরও পড়ুন: সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চলছে
প্রতিষ্ঠানটির মালিক দাবি, সিটি করপোরেশন যে জায়গাটা খাল বলে দাবি করছে, সেটির মালিক তিনি নন। এই জায়গায় মালিক এই স্থাপনার দ্বিতীয়তলায় থাকেন। তিনি তার জায়গায় স্থাপনা করেছেন। তিনি বলেন, “আমি নিচতলা ভাড়া নিয়েছি। মালিক নিজেই দ্বিতীয়তলায় থাকেন। খাল ভরাটসহ যা কিছু বলা হচ্ছে সবই মালিকের করা। দ্বিতীয় তলায় যেহেতু তিনি থাকেন এবং সিটি করপোরেশন যদি মনে করে যে এটা ভেঙে দেবে, তো ভেঙে দিতে পারে।”
আরও পড়ুন: ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউরকে ওএসডি
উল্লেখ্য, আলোচিত সাদিক এগ্রো ফার্মের মালিক গবাদিপশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি ইমরান হোসেন।
এবারের ঈদুল আজহার আগে সাদিক এগ্রো ১৫ লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশের পর থেকে একের পর এক তথ্য আসতে থাকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে।
জেবি/এসবি