Logo

অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন ঘোষণা কুবি শিক্ষক সমিতির

profile picture
জনবাণী ডেস্ক
১ জুলাই, ২০২৪, ০৬:১৩
62Shares
অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন ঘোষণা কুবি শিক্ষক সমিতির
ছবি: সংগৃহীত

এদিকে পরিবহন ব্যবস্থা চালু থাকবে বলে জানান পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম।

বিজ্ঞাপন

আগামী পহেলা জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্লাস-পরীক্ষা, কোন প্রকার সভা-সেমিনার আয়োজন বন্ধ ঘোষণা করেছে কুবি শিক্ষক সমিতি।

রবিবার (৩০ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাশসমূহ (অনলাইন, সান্ধ্যকালীন, শুক্র ও শনিবারের প্রফেশনাল কোর্সের ক্লাশ ও অন্যান্য কার্যক্রম) বন্ধ থাকবে। তাছাড়া মিডটার্ম, ফাইনাল, এসাইনমেন্ট/প্রেজেন্টেশন, মৌখিক ও ভর্তি পরীক্ষাসহ কোনো ধরনের পরীক্ষা আয়োজনও বন্ধ থাকবে। এছাড়াও সেমিনার লাইব্রেরি, কম্পিউটার ল্যাব ও অন্যান্য ল্যাবরেটরি, গবেষণাগারসমূহ বন্ধ থাকবে, একাডেমিক কমিটি, পরিকল্পনা কমিটি, পরীক্ষা কমিটি, মডারেশন ও অন্যান্য সভা, ভর্তি পরীক্ষাসহ ডিন অফিসের সকল প্রকার কার্যক্রম, গবেষণা দপ্তর ও আইকিউএসি এর পরিচালকগণ যে কোন ধরনের সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপ আয়োজন থেকে বিরত থাকবে এবং দায়িত্বপ্রাপ্ত কোন শিক্ষক প্রশাসনিক কোন দায়িত্ব পালন করবে না।'

বিজ্ঞাপন

এই বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, 'বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক যে সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করা হয়েছে সেটার আওতায়, কোন প্রকার পরীক্ষা, সভা-সমাবেশ, সেমিনার আয়োজন বন্ধ থাকবে। তবে মেডিকেল সুবিধা চালু থাকবে।'

বিজ্ঞাপন

বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে।

বিজ্ঞাপন

এদিকে পরিবহন ব্যবস্থা চালু থাকবে বলে জানান পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম।

বিজ্ঞাপন

এই বিষয়ে তিনি বলেন,  'আগামী এক তারিখ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত শিক্ষার্থী পরিবহনে নিয়োজিত নীল বাসসমূহ শুধু বিকাল,সন্ধ্যা এবং রাতে পূর্বের নির্ধারিত শিডিউল অনুযায়ী চলাচল করবে।'

বিজ্ঞাপন

উল্লেখ্য, বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গত ৪ জুন এবং ২৫, ২৬ ও ২৭ জুন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অর্ধদিবস এবং আজ ৩০ জুন পূর্ণদিবস কর্মসূচি পালন করে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD