Logo

বাড্ডা-রামপুরা: পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ১

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৪, ২৪:৪১
67Shares
বাড্ডা-রামপুরা: পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ১
ছবি: সংগৃহীত

ম্যানেজার রুবেল হোসেন সংবাদমাধ্যমকে নিহতের পরিচয় ও অন্যান্য তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

চলমান কোটা সংস্কার আন্দোলনে বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে একজনের প্রাণ হানি হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক।

জানা যায়, নিহতের নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল হোসেন সংবাদমাধ্যমকে নিহতের পরিচয় ও অন্যান্য তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “নিহতের বুকে একটি গোল ক্ষত চিহ্ন রয়েছে। তবে এটি বুলেটের ক্ষত কিনা তা এখনও নিশ্চিত নয়।”

 রুবেল হোসেন আরও বলেন, “আহত হয়ে হাসপাতালে প্রায় ১০০ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে এসেছেন।”

বিজ্ঞাপন

জেবি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD