এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার, যে সুবিধা থাকছে
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৭:১০ পিএম, ৯ই আগস্ট ২০২৫

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার নতুন ফিচার যুক্ত হলো। এবার মেটা এআই এর সাথে রিয়েল টাইম ভয়েস চ্যাট করা যাবে। নতুন এই ফিচারটি চ্যাটবটের সঙ্গে কথোপকথনকে আরও সহজ এবং ইন্টারঅ্যাকটিভ করে তুলবে।
এই বিষয়ে ডব্লিউবেটা ইনফো জানিয়েছে, আইওএস ২৫.২১.১০.৭৬ আপডেট আগামী কয়েক সপ্তাহে সবার জন্য চালু হবে। ব্যবহারকারীরা চ্যাট ট্যাবে থাকা ওয়েভফর্ম আইকনে ট্যাপ করে মেটা এআই-এর সাথে ভয়েস সেশন শুরু করতে পারবেন। চাইলে সেটিংস থেকে মেটা এআই খোলার সঙ্গে সঙ্গে ভয়েস চ্যাট স্বয়ংক্রিয়ভাবে চালুর অপশনও চালু করা যাবে।
আরও পড়ুন: মোদি বনাম মাস্ক: ভারতে অনলাইন সেন্সরশিপ নিয়ে বিতর্ক
কল ট্যাব থেকেও ব্যবহারকারীরা সরাসরি ভয়েস কথোপকথন শুরু করতে পারবেন। এছাড়া আপডেটেড ইন্টারফেসের আগে থেকেই সাজেশন প্রম্পট যুক্ত থাকবে। এর ফলে যারা কথোপকথন শুরু করবেন বুঝতে পারছেন না, তারা সহজেই কথোপকথন শুরু করতে পারবেন।
ভয়েস চ্যাট চলাকালীন সময় ব্যবহারকারীরা গ্যালারি বা ক্যামেরা থেকেও ছবি বা ভিডিও শেয়ার করতে পারবেন। ‘কোলাপস’ অপশন ব্যবহার করে অন্য অ্যাপ ব্যবহারের সময়ও ভয়েস চ্যাট চালিয়ে যাওয়া যাবে। এতে মেটা এআই নোট পড়া বা ওয়েব ব্রাউজ করার সময়ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারবে।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ৭০ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করবে মেটা
প্রয়োজনে ব্যবহারকারীরা মাইক্রোফোন নিঃশব্দ বা ভয়েস সেশন ম্যানুয়ালি বন্ধ করতে পারবেন। অ্যাপল ডিভাইসে মাইক্রোফোন চালু থাকলে স্ক্রিনের উপরের ডানদিকে কমলা বিন্দু দেখা যাবে, যা গোপনীয়তা সুরক্ষার অংশ।
হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার টাইপ করার ঝামেলা অনেকটাই কমিয়ে দেবে। বিশেষ করে মাল্টিটাস্কিং, ড্রাইভিং বা শারীরিকভাবে সীমাবদ্ধ ব্যবহারকারীদের জন্য।
এমএল/