সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৭ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

দেশের সাতটি জেলায় আজ সন্ধ্যার মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আগাম সতর্কতা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস, সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে হতে পারে ঝড়
আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কার কারণে ওই সাত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আগাম সতর্কতা হিসেবে নৌযান ও নদীপথে চলাচলকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অপ্রয়োজনে খোলা জায়গায় অবস্থান না করার অনুরোধ করেছে আবহাওয়া অফিস।
আর পড়ুন: সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আরএক্স/