৭-৮ বছরে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্রে পরিণত হবে: গভর্নর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৫ পিএম, ২০শে আগস্ট ২০২৫

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আগামী ৭ থেকে ৮ বছরের মধ্যে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্রে পরিণত হবে। বর্তমানে দেশে ক্যাশলেস লেনদেনের ভিত্তি শক্তিশালী হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
বুধবার (২০ আগস্ট) রাজধানীতে উন্নয়ন কৌশল বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে গভর্নর বলেন, নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে এবং কর ফাঁকি দেওয়াকে সহজ করে তোলে। তাই নগদ অর্থের ওপর নির্ভরশীলতা কমাতে হবে।
আরও পড়ুন: বিএফআইইউ প্রধানের ভিডিও ফাঁস, তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক
তিনি আরও বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শৃঙ্খলা ফিরলে সামষ্টিক অর্থনীতি শক্তিশালী হবে। পাশাপাশি লেনদেনের পদ্ধতিতে নতুনত্ব আনতে হবে, যাতে দেশের প্রত্যেককে এই ব্যবস্থার আওতায় আনা যায়।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ‘ন্যানো লোন’ এখন ক্রমেই জনপ্রিয় হচ্ছে জানিয়ে গভর্নর বলেন, প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার মানুষ এ ধরনের ক্ষুদ্র ঋণ সেবা পাচ্ছেন। ইতিমধ্যে প্রায় ৭ হাজার কোটি টাকা ন্যানো লোন আকারে বিতরণ করা হয়েছে।
এএস