সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:১৩ পিএম, ২০শে আগস্ট ২০২৫


সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল
সংগৃহীত ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)। গত বছরের ১৫ জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি।


আরও পড়ুন: ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল


বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা অনুষ্ঠানে এ কথা জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।


তিনি বলেন, গত বছরের ১৫ জুলাই সানজিদা আহমেদ তন্বীর সেই রক্তাক্ত মুখ সবাইকে নাড়িয়ে দিয়েছিল। তার এই ত্যাগের জন্য আমরা গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করছি না।


এর আগে একই পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছিলেন সানজিদা আহমেদ তন্বী। পরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদও (বাগছাস) ঘোষণা দেয়, তারা এই পদে কোনো প্রার্থী দেবে না।


এসডি/