গাকৃবিতে নানা আয়োজনে মৎস্য সপ্তাহ উদযাপন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৩ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
১৮ থেকে ২৪ আগস্টব্যাপী অনুষ্ঠিত এ মৎস্য সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন। র্যালি শেষে আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান হয়।
র্যালিতে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগানে মুখরিত করে তোলেন ক্যাম্পাস। অনেকেই মাঝি, মৎস্যজীবী ও গবেষকের পোশাকে অংশ নেন। অনুষ্ঠান শেষে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শিদা খান সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে উপাচার্য ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
শুরুতে শিক্ষার্থী ইয়াসির আরাফাত মাহিন বক্তব্যে মৎস্যসম্পদের গুরুত্ব, সঠিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ তুলে ধরেন। এরপর বক্তারা মাছের পুষ্টিগুণ, নিরাপদ মৎস্য উৎপাদন, শিল্পের সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন,পানি দূষণের কারণে সুস্বাদু দেশি মাছ বিলুপ্তির পথে। বিলুপ্তপ্রজাতির এসব মাছ কীভাবে স্বাদুপানিতে উৎপাদন করা যায়, সে বিষয়ে গবেষণায় মনোযোগী হতে হবে।’
তিনি আরও বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আধুনিক প্রযুক্তি, উন্নত জাত ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই মৎস্য উৎপাদনে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে মৎস্যের জিন ব্যাংক তৈরির আশ্বাস দেন তিনি।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে রুই, কালিবাউশ, মৃগেল, সরপুটি প্রজাতির পোনা অবমুক্ত করা হয়। যা পরিবেশগত ভারসাম্য রক্ষা ও জৈব বৈচিত্র্য সংরক্ষণের প্রতীকী প্রতিশ্রুতি হিসেবে বিবেচিত।
উল্লেখ্য, মৎস্য সপ্তাহকে আরো প্রাণবন্ত করতে আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) গাকৃবি ক্যাম্পাসে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
এসডি/