শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য চাওয়ার ভিডিও ভাইরাল, ইমির বক্তব্য ঘিরে আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৮ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আবারও ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। ২০১৯ সালের সর্বশেষ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র প্যানেল থেকে জয়ী হয়েছিলেন। এবারের নির্বাচনে ইমি বাম গণতান্ত্রিক ছাত্র জোটের হয়ে লড়বেন।
এই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ইমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব রাখছেন।
আরও পড়ুন: মনোনয়ন জমা দিলেন জুলাই আন্দোলনে আহত সেই তন্বী
২০১৯ সালে একটি টেলিভিশন টকশোতে তিনি বলেন, তার হলে নির্বাচন সুষ্ঠু হলেও কিছু জায়গায় অনিয়ম হয়েছিল। তবে শেখ হাসিনার আন্তরিকতার কারণেই ডাকসু নির্বাচন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইমির ভাষায়, “তিনি (শেখ হাসিনা) আমাদের গণভবনে যে আন্তরিকতা ও আতিথেয়তা দেখিয়েছেন, অন্তত কৃতজ্ঞতাবশত হলেও তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত।”
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে তন্বীর প্রতি সম্মান, বাগছাসের কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন না
সে সময় ভিপি নুরুল হক নুর এই প্রস্তাবের বিরোধিতা করলেও, একই বছরের ৩০ মে ডাকসুর কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হয়। তবে এ সিদ্ধান্তে নুরের স্বাক্ষর ছিল না। তৎকালীন সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও বিষয়টির বিরোধিতা করেছিলেন।
উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালে।
এএস