জাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়লো


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৩ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


জাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়লো
ফাইল ছবি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে।


মঙ্গলবার (১৯ আগস্ট) শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে জাকসু নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


তফসিল অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা বেধে দিয়েছিল প্রশাসন। তবে বৈধ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ পড়ায় দেখা দেয় বিড়ম্বনা।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং জাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকায় বৈধ শিক্ষার্থীদের নাম না থাকায় অনেকে বিড়ম্বনায় পড়েন। এছাড়া অধিকাংশ ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীর সময় বাড়ানোর দাবি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত।


নতুন সময়সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।


তবে আগামী বুধবার (২০ আগস্ট) আখেরি চাহার সোম্বার জন্য বিশ্ববিদ্যালয় সকল কার্যক্রম বন্ধ থাকবে। এ দিন মনোনয়ন ফরম সংগ্রহ জমা দেওয়া যাবে না।


এসডি/