ভাইরাল ভিডিও প্রসঙ্গে মুখ খুলেছেন ইমি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১৬ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


ভাইরাল ভিডিও প্রসঙ্গে মুখ খুলেছেন ইমি
ছবি: সংগৃহীত

২০১৯ সালের ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি। আসন্ন ২০২৫ সালের নির্বাচনে তিনি বাম গণতান্ত্রিক ছাত্র জোটের হয়ে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


প্রার্থী হওয়ার ঘোষণা আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরোনো একটি ভিডিও আবারও ভাইরাল হয়েছে, যেখানে তিনি শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব দিয়েছিলেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন ইমি।


আরও পড়ুন: সুষ্ঠু রাকসু নির্বাচনের জন্য ১০ প্রস্তাবনা সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনগুলোর


সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে ইমি লিখেছেন, “২০১৯ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রসঙ্গে আমার বক্তব্যের কিছু খণ্ডিত অংশ প্রচার হতে দেখছি। অনেকে আমার বর্তমান অবস্থান জানতে চাইছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি নিরপরাধ মানুষ এবং ছাত্রখুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।”


উল্লেখ্য, ২০১৯ সালের ডাকসু নির্বাচনের পর এক টেলিভিশন টকশোতে তিনি বলেছিলেন, তার হলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যদিও সব হলে তা হয়নি, তবে শেখ হাসিনা আন্তরিকভাবে নির্বাচন আয়োজন নিশ্চিত করেছেন। এমনকি গণভবনে ডাকসু নেতাদের আতিথেয়তা দেওয়ার জন্য তিনি শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাব দেন।


আরও পড়ুন: জাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়লো


তবে সেই সময় ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এই প্রস্তাবের বিরোধিতা করেন। পরে ২০১৯ সালের ৩০ মে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য ঘোষণা করা হলেও নুরের স্বাক্ষর সেই সিদ্ধান্তে ছিল না।


প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে।


এএস