সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৪ পিএম, ২১শে আগস্ট ২০২৫

সরকারি সফরে চীন গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন।
আরও পড়ুন: রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌছেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও চীনের সামরিক বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে মতবিনিময় করবেন তিনি।
চীন সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন।