২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

তারেক-বাবরদের খালাসের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৩৫ পিএম, ২১শে আগস্ট ২০২৫


তারেক-বাবরদের খালাসের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে
ফাইল ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি অব্যাহত রয়েছে।


বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে টানা পঞ্চম দিনের মতো এ শুনানি শুরু হয়।


আরও পড়ুন: আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিচার শুরু


এর আগে, ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন। তবে সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।


উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়।


আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি দ্রুত নিষ্পত্তির আবেদন করেছে রাজনৈতিক দলগুলো


২০১৮ সালের রায়ে সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছিল।


এএস