ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলছে পুলিশ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০৬ পিএম, ২১শে আগস্ট ২০২৫


ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলছে পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, সংঘর্ষের পর দ্রুতই পুলিশ হস্তক্ষেপ করে দুই পক্ষকে নিজ নিজ কলেজের সামনে সরিয়ে দেয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে আছে।


আরও পড়ুন: হাতিরঝিলে ফের বন্ধ ওয়াটার ট্যাক্সি, চরম দুর্ভোগে যাত্রীরা


তিনি বলেন, “এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ছোটখাটো বিষয় থেকেও দুই কলেজের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এবার আমরা মূল কারণ চিহ্নিত করতে চাই। শিক্ষার্থীদের সংঘর্ষে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। স্থায়ী সমাধান খুঁজতে দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলা হবে।”


রমনা বিভাগের ডিসি জানান, তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়। এর পরদিনও উত্তেজনা সৃষ্টি হলেও পরে তা মীমাংসা হয়।


আরও পড়ুন: মহাখালী বস্তিতে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে


তিনি বলেন, “আমরা ভেবেছিলাম বিষয়টি সেখানেই শেষ, কিন্তু আজ আবার সংঘর্ষ শুরু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত কারণ জানা যাবে।”


পুলিশ জানায়, সংঘর্ষে আহত শিক্ষার্থীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।


আরও পড়ুন: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২২৬৪ মামলা


নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম জানান, দুপুর দুইটার পর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়। ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ হয়েছে, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


এএস