সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোট হবে না: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৫ পিএম, ২৩শে আগস্ট ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে ভোট নেওয়ার কোনো বিধান সংবিধানে নেই। তাই সংবিধানের বাইরে গিয়ে এমন পদ্ধতি প্রয়োগ করা সম্ভব নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট নেওয়া যাবে।
শনিবার (২৩ আগস্ট) রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।
আরও পড়ুন: ‘ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে’
আওয়ামী লীগের কার্যক্রমের বিষয়ে সিইসি বলেন, দলটি নিষিদ্ধ নয় এবং এ বিষয়ে কোনো রায় এখনও হয়নি। কোনো রায় আসলে নির্বাচন কমিশন সেই রায়ের আলোকে সিদ্ধান্ত নেবে।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে, রমজানের আগে নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে এবং নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
সিইসি সতর্ক করে বলেন, যারা অতীতে ভোটকেন্দ্র দখল করে অনিয়ম করেছে, এবার তাদের সেই সুযোগ থাকবে না। ভোটকেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল ঘোষণা করা হবে। অস্ত্র ব্যবহার করে ভোটে জিততে চেষ্টাকারীদের জন্যও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সেনাবাহিনীও নির্বাচন নিরাপত্তায় যুক্ত থাকবে।
তিনি আরও নিশ্চিত করেন, নির্বাচনের জন্য কমিশনের অধীনে থাকা ৫৭০০ কর্মকর্তাকে যথাযথ দায়িত্ব দেওয়া হচ্ছে এবং পূর্ব নির্বাচনে অনিয়মকারী কর্মকর্তাদের রাখা হবে না।
আরও পড়ুন: কৃষকের আলু কিনবে সরকার, কোল্ড স্টোরেজের দামও নির্ধারণ করা হবে: কৃষি উপদেষ্টা
এছাড়া তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনের বিষয়ে কোনো চাপ দিচ্ছে না; যদি চাপ দেওয়া হতো, তিনি পদত্যাগ করতেন।
এএস