খুলনায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কর্মশালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১১ পিএম, ২৩শে আগস্ট ২০২৫

খুলনায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান।
আরও পড়ুন: সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোট হবে না: সিইসি
ড. আবু সুফিয়ান বলেন, প্রাণিসম্পদ সেক্টরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকল্পটি দেশের প্রাণিসম্পদ ও ডেইরি খাতের উন্নয়নে কাজ করছে। তবে, কিছু ক্ষেত্রে এর অগ্রগতি এবং বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠলেও, এই প্রকল্পের ভবিষ্যৎ ইতিবাচক হতে পারে যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। ইতিমধ্যে প্রকল্পটি কার্যক্রম তাদারকী ও মনিটরিং আরও জোরদার করেছে।
এ সময় বক্তৃতারা, প্রকল্পটি পশু পালন, রোগ নিয়ন্ত্রণ, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণসহ প্রাণিসম্পদ খাতে উদ্ভাবিত নতুন প্রযুক্তি ও কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়, যা তাদের কর্মপরিবেশে ইতিবাচক প্রভাব ফেলে। এই কর্মশালায় বক্তারা প্রকল্পটির ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের কৌশল নিয়েও আলোচনা করেন।
আরও পড়ুন: ‘ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার মোতায়েন থাকবে’
খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক এ বি এম জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বয়জার রহমান, পরিচালক (উৎপাদন) ডা. এ বি এম খালেকুজ্জামান, পরিচালক (সম্প্রসারণ) ডা. বেগম শামছুননাহার আহমেদ, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এমএল/