জাতীয় নির্বাচন সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণের শুনানি শুরু

জাতীয় নির্বাচন সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণের শুনানি শুরু
বিজ্ঞাপন
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসনসীমা পুনর্নির্ধারণে দাবি-আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ শুনানি চলবে আগামী বুধবার (২৭ আগস্ট) পর্যন্ত। চার দিনে মোট এক হাজার ৭৬০টি দাবি-আপত্তি নিষ্পত্তি করবে ইসি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইসির জনসংযোগ শাখা জানায়, প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের বিপরীতে আসা ৬৮৩টি আবেদন শুনানি গ্রহণ করা হবে। আগামীকাল সোমবার খুলনা অঞ্চলের ৯৮টি, বরিশালের ৩৮১টি ও চট্টগ্রামের ২০টি শুনানি হবে। মঙ্গলবার ঢাকা অঞ্চলের ৩১৬টি আবেদন নিয়ে শুনানি হবে। আর শেষ দিনে বুধবার রংপুরের সাতটি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের তিনটি, ফরিদপুরের ১৮টি এবং সিলেট অঞ্চলের দুটি আসনের শুনানি অনুষ্ঠিত হবে।
সর্বমোট ৮৩টি আসন ঘিরে জমা পড়া এক হাজার ৭৬০টি আবেদনের মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে কুমিল্লা অঞ্চলে—৬৮৩টি। একক আসন হিসেবে সর্বাধিক আবেদন জমা হয়েছে কুমিল্লা-১ আসনে, ৩৬২টি। এছাড়া পিরোজপুর-১, ২ ও ৩ আসনে ২৮৭টি এবং সিরাজগঞ্জ-৫ ও ৬ আসনে ২২০টি আবেদন জমা হয়। ঢাকার মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা হয়েছে ঢাকা-১ আসনে, ৭৯টি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গত ৩০ জুলাই ইসি ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। খসড়ায় গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ছয়টি করা হয় এবং বাগেরহাটের আসন চার থেকে কমিয়ে তিনটির প্রস্তাব দেওয়া হয়। এছাড়া ৩৯টি আসনে সীমানা পরিবর্তনের প্রস্তাব আনা হয়।
সব দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত আসনসীমার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
বিজ্ঞাপন
আরএক্স/








