Logo

দেশ এখন নির্বাচনের জন্য যথেষ্ট প্রস্তুত: প্রধান উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৫, ২২:২৮
26Shares
দেশ এখন নির্বাচনের জন্য যথেষ্ট প্রস্তুত: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এক বছরের মধ্যে বাংলাদেশ নির্বাচনের জন্য যথেষ্ট প্রস্তুত এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল অবস্থায় এসেছে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এক বছরের মধ্যে দেশ নির্বাচন আয়োজনের মতো পর্যাপ্ত প্রস্তুত ও স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে। সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারের হোটেল বে ওয়াচে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশীজন সংলাপে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, "আমি এসেছি আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে। এক বছর আগে আমরা ছাত্রদের নেতৃত্বে ফ্যাসিবাদ থেকে মুক্তির আন্দোলনে রক্তক্ষয়ী অধ্যায়ের মধ্য দিয়ে গিয়েছি। এখন আমরা আরেকটি রূপান্তরের পথে দাঁড়িয়ে আছি।"

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের পর একটি নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকারের স্থলাভিষিক্ত হবে।

রোহিঙ্গা প্রসঙ্গে প্রফেসর ইউনূস বলেন, সরকার আন্তর্জাতিক মহলের সহযোগিতায় সংকট সমাধানে কাজ করছে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে বৈশ্বিক সমর্থন আদায়ে চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রোহিঙ্গাদের সমস্যা সমাধানে সাত দফা প্রস্তাব উপস্থাপন করে তিনি বলেন, "রোহিঙ্গাদের জাতিগত নির্মূল রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব। ২০১৭ সালে এবং তার আগেও বাংলাদেশ মানবিক কারণে সীমান্ত খুলে দিয়েছিল। কিন্তু এখন মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে।"

আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, রোহিঙ্গারা একদিন নিজেদের ঘরে নিরাপদে ফিরে যেতে পারবে।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD