রোহিঙ্গা গণহত্যার ন্যায়বিচার নিশ্চিতের দাবি পুনর্ব্যক্ত করল ওআইসি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:০১ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


রোহিঙ্গা গণহত্যার ন্যায়বিচার নিশ্চিতের দাবি পুনর্ব্যক্ত করল ওআইসি
ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার আট বছর পূর্তিতে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) রোহিঙ্গা মুসলমানদের প্রতি তাদের সমর্থন ও সংহতি নতুন করে জানালো। একই সঙ্গে ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবাধিকার সুরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই সমাধানের আহ্বান জানায় সংস্থাটি।


মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে ওআইসি জানায়, রোহিঙ্গারা এখনো নিপীড়ন, রাষ্ট্রহীনতা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার। বর্তমানে বাংলাদেশসহ আশ্রয়দানকারী দেশগুলোতে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে মিয়ানমারের ভেতরে হাজারো মানুষ হত্যা, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের মুখে রয়েছেন।


আরও পড়ুন: বিএনপি ও এনসিপির মধ্যে হাতাহাতির ঘটনায় থানায় ইসির জিডি


সংস্থাটি রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার অগ্রগতির কথাও উল্লেখ করে। ওআইসির মতে, মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মিকে অবশ্যই আইসিজের নির্দেশনা মেনে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


এছাড়া বাংলাদেশসহ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া দেশগুলোর উদারতার প্রশংসা করে ওআইসি মুসলিম বিশ্বের মানবিক সহায়তার ভূয়সী স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে সংস্থাটি আহ্বান জানায়, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে।


আরও পড়ুন: দাবি আদায়ে এবার ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের 


বিবৃতিতে আরও বলা হয়, সংকটের মূল কারণ নিরসন ছাড়া দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। তাই সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ এবং টেকসই সমাধানের পথে এগিয়ে যেতে হবে।


এই উপলক্ষে ওআইসি রোহিঙ্গা মুসলমানদের সাহস ও দৃঢ়তার প্রতি শ্রদ্ধা জানায় এবং তাদের অধিকার রক্ষায় বৈশ্বিক অঙ্গনে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।


এএস