Logo

চন্দ্রনাথ মন্দিরে উসকানিমূলক কার্যকলাপ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৫, ০১:২৭
63Shares
চন্দ্রনাথ মন্দিরে উসকানিমূলক কার্যকলাপ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী চন্দ্রনাথধামকে ঘিরে উসকানিমূলক কার্যকলাপ প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকারের তিন উপদেষ্টা।

বিজ্ঞাপন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী চন্দ্রনাথধামকে ঘিরে উসকানিমূলক কার্যকলাপ প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকারের তিন উপদেষ্টা।

বুধবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর রেলভবনে চন্দ্রনাথ-আদিনাথ স্রাইন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈঠকে কমিটির পক্ষ থেকে জানানো হয়, গত পাঁচ বছর ধরে মন্দিরকে ঘিরে বিভিন্ন উসকানিমূলক কার্যক্রম চালানো হচ্ছে এবং সম্প্রীতির পরিবেশ নষ্টের চেষ্টা চলছে।

এ প্রেক্ষিতে বৈঠক থেকেই উপদেষ্টারা মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকতে নির্দেশ দেন। পাশাপাশি মন্দিরে যাতায়াতের সিঁড়ি জরাজীর্ণ হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে বলে জানানো হলে, তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে সিঁড়ি সংস্কারের ব্যবস্থা নিতে ফোন দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, “অন্য ধর্মের স্থাপনার ওপর যারা আক্রমণ করে তারা কোনোভাবেই ধার্মিক হতে পারে না। এটা অপরাধ। একাজে কোনো ধর্ম নেই, অধর্ম রয়েছে। ধর্মীয় সম্প্রীতি নষ্টের কোনো ধরনের চেষ্টা হলে আমরা কঠোর ব্যবস্থা নেব। আমি সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানাই আপনারা নায্য দাবি-দাওয়াগুলো মন্ত্রণালয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বরাবর পাঠান, আমরা উপযুক্ত ব্যবস্থা নেব।”

রেল উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, চন্দ্রনাথ মন্দিরের সঙ্গে ইতিহাস, ঐতিহ্য জড়িত। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো উসকানিমূলক কার্যক্রম বরদাশত করা হবে না। কোনো ধরনের উসকানির চিহ্ন দেখলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, অন্তবর্তী সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করছে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD