বৃষ্টি চললেও গরম কমছে না, নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও তাপমাত্রা খুব একটা কমেনি। ভ্যাপসা গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ।
বিজ্ঞাপন
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও তাপমাত্রা খুব একটা কমেনি। ভ্যাপসা গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। এরই মধ্যে আসন্ন কয়েক দিনের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ভারতের ওড়িশা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং তা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পূর্বাভাসে বলা হয়েছে-
বৃহস্পতিবার (২৮ আগস্ট): রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (২৯ আগস্ট): একইভাবে বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বিজ্ঞাপন
শনিবার (৩০ আগস্ট) ও রোববার (৩১ আগস্ট): দেশের প্রায় সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা অপরিবর্তিত থেকে সামান্য বাড়তে পারে।
সোমবার (১ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
এএস








