হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন সাবেক আইজিপি মামুনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৫ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন সাবেক আইজিপি ও বর্তমানে রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ক্যামেরা ট্রায়ালে তিনি এই জবানবন্দি দিচ্ছেন বলে প্রসিকিউশন সূত্র জানিয়েছে।
আরও পড়ুন: সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল প্রশ্নে রায় ঘোষণা শুরু
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে আরও রয়েছেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। সকালে তাকে কারাগার থেকে আদালতে আনা হয়।
গত ১০ জুলাই একই মামলায় নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন চৌধুরী মামুন। এরপর থেকে মামলার অগ্রগতিতে তার জবানবন্দি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন থেকে কোনো অংশে কম না ডাকসু: হাইকোর্ট
প্রসঙ্গত, গত ৩ আগস্ট থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ পর্যন্ত ৩৫ জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা গত বছরের জুলাই-আগস্টে দেশব্যাপী সংঘটিত হত্যাযজ্ঞের বীভৎস চিত্র তুলে ধরে শেখ হাসিনা, কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। মামলাটিকে ট্রাইব্যুনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এএস