ডাকসু নির্বাচন নিয়ে নতুন কোনো রিট শুনবেন না হাইকোর্ট


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৯ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


ডাকসু নির্বাচন নিয়ে নতুন কোনো রিট শুনবেন না হাইকোর্ট
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সম্পর্কিত রিট আর শুনবেন না বলে জানিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন।


সেদিন প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে রিট করেন ভিপি প্রার্থী মো. জুলিয়াস সিজার তালুকদার। তবে শুনানিতে আদালত জানায়, ডাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছে। তাই নতুন করে কোনো রিট শুনবে না হাইকোর্ট।


আরও পড়ুন: ইসলামী ছাত্রশিবির নিয়ে উমামার ফেসবুক পোস্ট


বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আকরাম হোসেন চৌধুরী রিটকারীর আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, *“ডাকসু নির্বাচন নিয়ে পূর্বে রিট এসেছিল, সেটিও ফিরিয়ে দেওয়া হয়েছে। আমি ঢাবির ভিসির আত্মীয়। তাছাড়া আপিল বিভাগ এ বিষয়ে হস্তক্ষেপ করেছে। সুতরাং আমরা এ বিষয়ে কোনো রিট শুনব না।”*


পরে আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী শিশির মনির।


আরও পড়ুন: বুলিংয়ের শিকার হচ্ছেন শিবির সমর্থিত নারী প্রার্থীরা: সিবগাতুল্লাহ


প্রসঙ্গত, জুলিয়াস সিজার তালুকদার ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থী হয়েছিলেন। প্রাথমিকভাবে তার নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকলেও নিষিদ্ধ ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তার প্রার্থিতা ও ব্যালট নম্বর বাদ দেওয়া হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করেছিলেন তিনি।


এএস