আন্তর্জাতিক সেল ও কৃষক উইং গঠন করল এনসিপি

দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে আন্তর্জাতিক সেল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিজ্ঞাপন
দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে আন্তর্জাতিক সেল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (৬ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন অনুমোদিত এই সেলের সম্পাদক হয়েছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং সহসম্পাদক হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আরিফ সোহেল, আবু সাঈদ মোহাম্মদ উদ্দিন (দক্ষিণ এশিয়া), তাহসীন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ্, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন ও মাহবুব আলম।
একই দিনে কৃষকের অধিকার প্রতিষ্ঠা, ভূমি সংস্কার ও কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে ‘কৃষক উইং’ গঠনের ঘোষণাও দিয়েছে এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর অনুমোদনে গঠিত এই প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে আজাদ খান ভাসানীকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই
বিজ্ঞাপন
যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল ও হাফসা জাহান। এছাড়া সদস্য হিসেবে আছেন কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম, মো. নাজমুল হাসান সোহাগ, নফিউল ইসলাম, ফিহাদুর রহমান দিবস, মো. মাসুদ রানা, মো. মাসুমূল হাসান সজিব ও মো. মাহিদুল ইসলাম (মাহি পলাশ)।
এএস








