ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে অভিযোগের জবাব দিলেন ভিপি প্রার্থী আবিদুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৪ এএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে নিয়ম ভঙ্গ করে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ উঠেছে। তবে তিনি দাবি করেছেন, নিয়ম মেনেই প্রবেশ করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এর ঠিক আগে সকাল ৯টার দিকে আবিদুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোটকেন্দ্রে দেখা যায়। পরে তাঁকে জগন্নাথ হলের ভোটকেন্দ্রের সামনেও দেখা মেলে। এ সময় অভিযোগ ওঠে, তিনি নিয়ম ভঙ্গ করেছেন।
অভিযোগ প্রসঙ্গে আবিদুল বলেন, “রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে প্রবেশ করেছি।”
সকাল ১০টার দিকে তিনি কার্জন হলের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি জানান, “আমি ভোটটা উদযাপন করতে চাই, অভিযোগ করতে চাই না।”
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে কড়া নিরাপত্তা, বিশ্ববিদ্যালয়ের আইডি ছাড়া প্রবেশ নিষেধ
এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিএনপির দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের কথা তুলে ধরেন। তাঁর প্রত্যাশা, ডাকসু নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
তিনি বলেন, “বাংলাদেশে দীর্ঘদিন ভোটাধিকার হরণ হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে।”
ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে আবিদুল বলেন, “কেউ যেন ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে না থাকেন। আপনারা আসুন, ভোটকেন্দ্রে এসে ভোট দিন। বিবেক খাটিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করুন।”
আবিদুলের মতে, দীর্ঘ সময় পর গণতন্ত্রের দ্বার উন্মোচিত হয়েছে, আর শিক্ষার্থীদেরই দায়িত্ব তা সঠিকভাবে প্রয়োগ করা।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ঢাবি এলাকায় উত্তেজনা, মোড়ে মোড়ে অবস্থান নিচ্ছেন রাজনৈতিক সমর্থকেরা

সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ জিএস প্রার্থী ফরহাদের

ডাকসু নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব, ফেসবুকে গুজবের ঝড়

আবেগঘন ফেসবুক পোস্ট করলেন টিএসসি কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ
