Logo

ফজলুল হক মুসলিম হলেও ভিপি পদে এগিয়ে সাদিক কায়েম

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩২
ফজলুল হক মুসলিম হলেও ভিপি পদে এগিয়ে সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত তিনটি হলের ফলাফল প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত তিনটি হলের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রতিটি হলেই ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম।

সর্বশেষ ঘোষিত ফলাফলে ফজলুল হক মুসলিম হলে সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জিএস পদে শিবিরের এস এম ফরহাদ ৪৮৯ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছেন বাগছাস সমর্থিত প্রার্থী আবু বাকের মজুমদার, যিনি পেয়েছেন ৩৪৫ ভোট। আর ছাত্রদলের প্রার্থী শেখ তানভীর বারী হামিম ২২৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন।

এছাড়া এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মুহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন ৭০৫ ভোট, যা তাকে এগিয়ে রেখেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা ফল ঘোষণার পর ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় আলোচনা ও প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD