Logo

জাতীয় নির্বাচন কেমন হতে পারে, তার পরীক্ষা ছিল ডাকসু নির্বাচন: প্রেস সচিব

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০২
37Shares
জাতীয় নির্বাচন কেমন হতে পারে, তার পরীক্ষা ছিল ডাকসু নির্বাচন: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে, তার একটি বড় পরীক্ষা ছিল ডাকসু নির্বাচন।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে, তার একটি বড় পরীক্ষা ছিল ডাকসু নির্বাচন। সেখানে শিক্ষার্থী, রাজনৈতিক দল ও নাগরিক সমাজ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এবং কোনো ধরনের আইনশৃঙ্খলাজনিত ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ: সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রেস সচিব জানান, জাতীয় নির্বাচন নিয়ে প্রায় প্রতিদিনই সরকারের বৈঠক হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পরিষ্কারভাবে জানিয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মাঠে থাকবে। তবে রাজনৈতিক দল ও প্রার্থীদের সদিচ্ছা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, সরকারের কাজকর্ম নিয়ে কেউ কেউ হতাশা থেকে সমালোচনা করছেন। তবে পরিসংখ্যানের আলোকে বিচার করলে দেখা যাবে, বিপ্লব-পরবর্তী সময়ে অনেক দেশে বিশৃঙ্খলা দেখা দিলেও বাংলাদেশে তা হয়নি। এটিই সরকারের বড় অর্জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইউটিউবে ভুয়া তথ্য ছড়ানো প্রসঙ্গে শফিকুল আলম বলেন, বর্তমান প্রজন্ম সংবাদপত্র বা প্রচলিত গণমাধ্যমের বদলে ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে। সেখানে অনেকেই নিয়মিত মিথ্যা প্রচার করছে, যা ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। অথচ কোনো দেশের সরকার এমন অবস্থাকে মেনে নেয় না।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD