Logo

ডাকসুর মতো সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৫
25Shares
ডাকসুর মতো সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনও ডাকসু নির্বাচনের মতো অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেছেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মতো সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, "এই বিষয়ে বহুবার উত্তর দেওয়া হয়েছে। এখন আপনারা প্রার্থনা করুন, জাহাঙ্গীরনগরের নির্বাচনটিও যেন সুষ্ঠু হয়।"

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি জানান, গত ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো ছিল এবং জাতীয় নির্বাচনেও তা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে পুলিশের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাসপোর্ট সেবা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আগে পাসপোর্ট করতে যে সময় লাগতো, এখন তা অনেক কমানো হয়েছে। নাগরিক সেবাকেন্দ্র চালু করা হয়েছে যাতে মানুষ সহজে পাসপোর্ট পেতে পারেন। পুলিশ ভেরিফিকেশনও তুলে দেওয়া হয়েছে।"

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ডাকসুর মতো সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা