আগামী জাতীয় নির্বাচন নিয়ে যা জানালেন প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪০ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম আশা প্রকাশ করে বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত *‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’* শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও বাড়ল
প্রেস সচিব বলেন, "জাতীয় নির্বাচনে একটি ভালো পরিবেশ তৈরি হবে। এর প্রতিফলন ডাকসু নির্বাচনে আমরা ইতোমধ্যে দেখেছি।" তিনি আরও জানান, নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, এবং এই সময়সূচি থেকে সরে আসা জাতির জন্য বিপর্যয় বয়ে আনবে।
সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব করবে না— উল্লেখ করে শফিকুল আলম বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। এজন্য প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হবে।
আরও পড়ুন: পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজে ফেরার আহ্বান, না এলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা
তিনি মনে করিয়ে দেন, সুষ্ঠু নির্বাচন কেবল সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করে না; সমাজের বিভিন্ন শ্রেণি ও রাজনৈতিক দলগুলোর আন্তরিকতাও গুরুত্বপূর্ণ। "ইলেকশন করে সোসাইটি ও পলিটিক্যাল পার্টিগুলো। তারা যদি চায়, তাহলে একটি ভালো নির্বাচন অবশ্যই সম্ভব," বলেন প্রেস সচিব।
তিনি আরও যোগ করেন, "জনগণ যদি ঢল নামিয়ে ভোট দিতে কেন্দ্রে আসেন, তবে কোনো শক্তিই সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না। ডাকসুর মতোই জাতীয় নির্বাচনও উৎসবমুখর পরিবেশে হতে পারে।"
আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তার বদলি
সবাই নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করলে নির্বাচনে কোনো জটিলতা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন মো. শফিকুল আলম।
এএস