সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৪ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কমিশন্ড অফিসাররাও এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এ ক্ষমতা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর বিভিন্ন ধারার আওতায় প্রয়োগযোগ্য হবে এবং এর মেয়াদ ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পরবর্তী দুই মাস বহাল থাকবে।
আরও পড়ুন: পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজে ফেরার আহ্বান, না এলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা
প্রজ্ঞাপন অনুযায়ী, এসব কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধসমূহে ব্যবস্থা নিতে পারবেন।
প্রথমবার গত বছরের ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। পরে তা সংশোধন করে সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসারদের এ ক্ষমতা দেওয়া হয়, যা তখন ৬০ দিনের জন্য কার্যকর ছিল। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে মেয়াদ বাড়ানো হয়।
আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তার বদলি
২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হয়। সে সময় পুলিশের কর্মবিরতি ও আইনশৃঙ্খলার অবনতির কারণে সশস্ত্র বাহিনীর সদস্যদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল। বর্তমান সিদ্ধান্তের ফলে আরও দুই মাস তারা এ দায়িত্ব পালন করতে পারবেন।
এএস