পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তার বদলি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪৬ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫


পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তার বদলি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে আটজন অতিরিক্ত ডিআইজি এবং বাকিরা পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।


আরও পড়ুন: প্রবাসীদের জন্য সুখবর দিলেন সিইসি, আসছে ‘পোস্টাল ব্যালট বিডি’


বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ডিএমপি’র যুগ্ম কমিশনার সুলতানা নাজমা হোসেন, যিনি ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন। ডিএমপি’র যুগ্ম কমিশনার মো. সালেহ উদ্দিন র‌্যাবের অতিরিক্ত ডিআইজি হয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মো. হুমায়ুন কবিরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।


এছাড়া চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রিয়াজুল হককে পুলিশ টেলিকম ইউনিটে এবং পদোন্নতি পাওয়া মোহাম্মদ আনোয়ারুল হককে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।


আরও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে ড. ইউনূসের চিঠি তুলে দিলেন ধর্ম উপদেষ্টা


বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শামীম হোসেনকে রাজশাহী রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে পাঠানো হয়েছে। একইভাবে বরিশাল রেঞ্জে যোগ দিচ্ছেন পদোন্নতিপ্রাপ্ত মো. হুমায়ুন কবির।


এছাড়া রংপুর পিটিসিতে কর্মরত আসমা সিদ্দিকা মিলিকে ঢাকার টিডিএসে সংযুক্ত করা হয়েছে। ডিএমপি’র উপকমিশনার গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে এবং চুয়াডাঙ্গার বর্তমান পুলিশ সুপার গোলাম মওলাকে পুলিশ সদর দপ্তরে এআইজি করা হয়েছে।


আরও পড়ুন: জাতীয় নির্বাচন কেমন হতে পারে, তার পরীক্ষা ছিল ডাকসু নির্বাচন: প্রেস সচিব


রেলওয়ে পুলিশের এসপি শাকিলা সোলতানা ঢাকার রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, পিবিআই’র এসপি মোমতাজুল এহসান আহম্মদ হুমায়ুন হাইওয়ে পুলিশের এসপি, আবু তোরাব মো. শামছুর রহমান হাইওয়ে পুলিশের আরেকজন এসপি হিসেবে এবং পুলিশের বিশেষ শাখার এসপি মো. আমীর খসরু ডিএমপি’র উপকমিশনার হিসেবে পদায়িত হয়েছেন।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে।


এএস