পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজে ফেরার আহ্বান, না এলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:০৩ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫


পল্লী বিদ্যুৎ কর্মীদের কাজে ফেরার আহ্বান, না এলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বিভিন্ন দাবিতে গণছুটি ঘোষণা করে আন্দোলনে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের দ্রুত কাজে ফেরার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি সতর্ক করে বলেন, কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।


আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তার বদলি


তিনি বলেন, পল্লী বিদ্যুৎ চালু রাখতে বিকল্প পথ খোলা আছে। অনেকেই কাজে ফিরতে চাইছেন, কিন্তু কিছু লোক বাধা দিচ্ছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে আন্দোলনের কারণে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।


উপদেষ্টা জানান, কর্মীদের দাবির মধ্যে কিছু যৌক্তিক বিষয় আছে। যেমন- বদলি সংক্রান্ত অভিযোগ ও শাস্তিমূলক ব্যবস্থা। তিনি বলেন, "পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে ৩৬৪টি বিভাগীয় মামলা হয়েছে। আবার আরইবিতে মামলার সংখ্যা ৬৪। আমরা এসব বিষয়ে কমিটি গঠন করেছি এবং তদন্ত চলছে।"


আরও পড়ুন: প্রবাসীদের জন্য সুখবর দিলেন সিইসি, আসছে ‘পোস্টাল ব্যালট বিডি’


তিনি আরও বলেন, আন্দোলনের কারণে ছুটিতে থাকা কর্মীদের সঙ্গে এখনই মিটিংয়ের সুযোগ নেই। "প্রথমে কাজে ফিরতে হবে, তারপর আলোচনায় বসা যাবে," বলেন তিনি।


পল্লী বিদ্যুৎ সমিতির কাঠামো ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে ফাওজুল কবির জানান, এটিকে কোম্পানি করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে আইন ও বিধিমালা সংশোধনের প্রয়োজন হবে। খসড়া প্রণয়নের সময় সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে বলেও জানান তিনি।


আরও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে ড. ইউনূসের চিঠি তুলে দিলেন ধর্ম উপদেষ্টা


উপদেষ্টা জোর দিয়ে বলেন, সরকার সমস্যা সমাধানে আন্তরিক। তবে শৃঙ্খলা ভঙ্গ করে ছুটিতে থেকে কাজ ব্যাহত করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


এএস