জাকসুর ফলাফল ঘোষণা নিয়ে যা জানালেন সদস্য সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৫ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।
নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম জানিয়েছেন, ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতিতে হওয়ায় ফলাফল প্রকাশে কিছুটা সময় লাগছে। তিনি বলেন, আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল অথবা দুপুর নাগাদ ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
আরও পড়ুন: জাকসু নির্বাচন বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ৪ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৭ জন। নির্বাচনে ১৭৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে। এর মধ্যে ১০টি ছাত্রী হল এবং ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে দায়িত্বে ছিলেন একজন রিটার্নিং কর্মকর্তা, পাশাপাশি ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট প্রদান করেন।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জাকসু নির্বাচনের ভোট গণনার কার্যক্রম শুরু

বর্জনের পর পুনরায় জাকসু নির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

হাসপাতালে নুরকে দেখতে গেলেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম

জাকসু নির্বাচন বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ৪ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী
