Logo

স্পা সেন্টারে গ্রেফতার ২৪ জনের জামিন

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২২, ১২:১৫
24Shares
স্পা সেন্টারে গ্রেফতার ২৪ জনের জামিন
ছবি: সংগৃহীত

পৃথক তিন মামলায় আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক

বিজ্ঞাপন

গুলশানের স্পা সেন্টার অনৈতিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার হওয়া ২৪ জনকে জামিন দিয়েছেন আদালত।

আজ সোমবার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে গুলশান থানা পুলিশ মানবপাচার আইনে করা পৃথক তিন মামলায় আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিনের আদেশ দেন।

বিজ্ঞাপন

জামিন পাওয়া আসামিরা হলেন, গুলশানের ‘অল দ্যা বেস্ট স্পা’ সেন্টারের শাহিনুর আক্তার পায়েল, আয়েশা আক্তার অবনী ওরফে সংগীতা, নুরুন্নাহার, খালেদা আক্তার, অনন্যা আক্তার, নুরজাহান আক্তার ওরফে নোহা, সায়েমা আক্তার সাথি ওরফে তিশা, শম্পা আক্তার, শান্তা আক্তার, মহিবুল হক ভূঁইয়া ও শাহজাহান।

‘হ্যাপি অ্যান্ড থাই স্পা’ সেন্টারের-শহিদুল্লাহ সুমন, রিপন মিয়া, মোছা. মরিয়ম আক্তার, মোছা. টুম্পা খাতুন ইরা, মোছা. তাশফিয়া আক্তার তানহা, আফরোজা আক্তার, রাইসা ওরফে ইতি এবং সাদিয়া আফরিন উর্মি।

বিজ্ঞাপন

‘লোটাস থাই স্পা’ সেন্টারের-নুরে আলম, পারভীন আক্তার ওরফে ইভা, বিউটি আক্তার, সোনিয়া আক্তার ও শ্রাবনী আক্তার।

বিজ্ঞাপন

গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (এসআই) সাইফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD