বিশ্বের সবচেয়ে বড় গোল্ডফিশ এখন ফ্রান্সে

মাছটি মোটামুটি ২০ বছর ধরে ওই জলাধারে রয়েছে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় দেখা গেলেও এর আগে কেউ ধরতে পারেনি
বিজ্ঞাপন
গোল্ডফিশ এটিকে সাধারণত আমরা অ্যাকুরিয়ামেই দেখতে পাই। এটা এক ধরনের সৌখিন মাছ। এই মাছটি ওজন বড়জোড় ৫০০ গ্রামের বেশি হয় না। কিন্তু এবার বিশ্বের সবচেয়ে বড় ৩০ কেজি ওজনের গোল্ডফিশ ধরা পড়েছে ফ্রান্সের ব্লুয়াটার লেকে।
লেক কর্তৃপক্ষ মাছটিকে মনে করছেন এখনো পর্যন্ত ধরা পড়া সবচেয়ে বড় গোল্ডফিশ। খবর ডেইলি মেইল।
বিজ্ঞাপন
হ্রদ কর্তৃপক্ষ জানায়, মাছটি মোটামুটি ২০ বছর ধরে ওই জলাধারে রয়েছে। বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় দেখা গেলেও এর আগে কেউ ধরতে পারেনি।
বিজ্ঞাপন
গোল্ডফিশটি ধরার পর শিকারি অ্যান্ডি হ্যাকেট বলেন, আমি আগেই জানতাম ক্যারট এ হ্রদে আছে। তবে শেষ পর্যন্ত আমার হাতেই পড়বে, তা কখনো ভাবিনি।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্যারটের ছবিগুলো। আর আলোচনার বিষয় হয়ে উঠেছে গাঢ় কমলা রঙের মাছটি।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








