Logo

বশেমুরবিপ্রবির মসজিদে চুরির চেষ্টা, ইট-পাথর নিক্ষেপ

profile picture
জনবাণী ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৩, ১১:০০
38Shares
বশেমুরবিপ্রবির মসজিদে চুরির চেষ্টা, ইট-পাথর নিক্ষেপ
ছবি: সংগৃহীত

দুর্বৃত্তরা আনসার সদস্যদের উপর ইট-পাথর ছুড়তে ছুড়তে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের

বিজ্ঞাপন

ঈদের ছুটিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় মসজিদ থেকে এসি চুরির চেষ্টা করা হয়েছে। 

সোমবার (২৪ এপ্রিল) আনুমানিক রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

এ সময় কয়েকজন ব্যক্তি মসজিদের পার্শ্ববর্তী ভাঙা গ্রিল দিয়ে প্রবেশ করে মসজিদের এসি নেওয়ার চেষ্টা করে। সেই সময় বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যরা তাদের প্রতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা আনসার সদস্যদের উপর ইট-পাথর ছুড়তে ছুড়তে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম। নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, মসজিদের পার্শ্ববর্তী দেয়ালের গ্রীল না থাকা জায়গা দিয়ে কয়েকজন প্রবেশ করে।

মসজিদের এসি চুরির চেষ্টা হয়েছে কিনা জানতে চাইলে হ্যাঁ সূচক জবাব দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম আরো বলেন, আনসার সদস্যরা টর্চ তাক করলে তারা পালিয়ে যায়। এ সময় আনসার সদস্যদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে তারা।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD