আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত

ঈদকে কেন্দ্র করে রাজধানীর আফতাবনগরে গরুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে তিনি হাইকোর্টে রিট করেন
বিজ্ঞাপন
রাজধানীর আফতাবনগর কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ইজারা বাতিলের বিষয়ে রুল জারি করেছেন আদালত।
জনস্বার্থে করা রিটের শুনানি নিয়ে সোমবার (২২ মে) সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
বিজ্ঞাপন
এর আগে গত ১৫ মে কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীর আফতাবনগরে গরুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে তিনি হাইকোর্টে রিট করেন।
রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটির প্রধান ভূমি অফিসার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইস্টার্ন হাউজিং ও ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








