Logo

প্যারিসে স্বরলিপি শিল্পীগোষ্ঠীর ‘বাংলার মেলা বৈশাখী উৎসব’

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুন, ২০২৩, ০১:২৩
70Shares
প্যারিসে স্বরলিপি শিল্পীগোষ্ঠীর ‘বাংলার মেলা বৈশাখী উৎসব’
ছবি: সংগৃহীত

মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে চোখ ধাঁধানো আয়োজনে ছিল দেশীয় আমেজ পুরোটাই যেন বাঙ্গালিয়ানা

বিজ্ঞাপন

প্যারিসে স্বরলিপি শিল্পীগোষ্ঠীর আয়োজনে উদযাপিত হয়েছে ‘বাংলার মেলা বৈশাখী উৎসব’।  গত শনিবার (১৭ জুন) প্যারিসে শিল্পীগোষ্ঠী স্বরলিপির আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।

স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন এবং সাধারণ সম্পাদক মো. আলীর সঞ্চালনায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে চোখ ধাঁধানো আয়োজনে ছিল দেশীয় আমেজ। পুরোটাই যেন বাঙ্গালিয়ানা। 

বিজ্ঞাপন

এ উপলক্ষে রাজধানী প্যারিসের জুরেস পার্কে বসেছিল বৈশাখী মেলা। মেলার দেশীয় স্টলগুলোতে ছিল বাঙ্গালীর মুখরোচক সব খাবার থেকে শুরু করে দেশীয় পোশাকের সমাহার।

বিজ্ঞাপন

এ সময় দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল জুরেস পার্ক। ছিল কয়েক হাজার প্রবাসীদের পাশাপাশি ভিন দেশীদের উপস্থিতি। বাঙালীদের সাথে তাদেরকেও নেচে গেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

বাঙালীদের পাশাপাশি ভিনদেশীরাও নিয়েছেন মেলার বাঙালী খাবারের স্বাদ। দর্শকদের দেশীয় আমেজ এবং বাড়তি উম্মাদনা দিতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন এবং লুইপার মনোমুগ্ধকর পরিবেশনা যোগ করেছিল মেলার বাড়তি মাত্রা। সাথে ছিল স্থানীয় শিল্পী মৌসুমী চক্রবর্তী, মিষ্টি বিশ্বাস এবং প্রিয়াংকা পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়েবার সাধারণ সম্পাদক কাজী এনায়েত উল্লাহ ইনু।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD