সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

কেউ আমাদের বিষয়টি জানায়নি খোঁজ নিয়ে প্রবাসীর মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় আইনগত সহায়তা করব
বিজ্ঞাপন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১২ জুলাই) শাহাদাতের ছোট ভাই জামাল উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের দাম্মাম আল হাসা এলাকার কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজ্ঞাপন
নিহত শাহাদাত লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ এলাকার শাহজাহান মাঝির ছেলে।
বিজ্ঞাপন
কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের বিষয়টি জানায়নি। খোঁজ নিয়ে প্রবাসীর মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় আইনগত সহায়তা করব।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ








