লকার থেকে স্বর্ণ উধাও: মামলার তদন্তে ডিবি পুলিশ

দুপুরে ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউসের লকার থেকে কমপক্ষে ৫৫ কেজি স্বর্ণ গায়েব হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের জন্যই মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, “মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে মামলাটি থানা পুলিশের কাছ থেকে শীর্ষ কর্মকর্তাদের সিদ্ধান্তে স্থানান্তর করা হয়েছে। মামলাটি গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ তদন্ত করবে।”
বিজ্ঞাপন
এর আগে রবিবার (৩ সেপ্টেম্বর) বিমানবন্দরের কাস্টম হাউসের লকার থেকে ৫৫ কেজির স্বর্ণ বেশি স্বর্ণ উধাও হয়ে যায়। পরে এ ঘটনায় মামলা দায়ের করে কাস্টমস কর্তৃপক্ষ। গায়েব হওয়া স্বর্ণের দাম প্রায় ১৫ কোটি টাকা। পরে এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করে। আসামি করা হয়েছে অজ্ঞাত। এরপরই পুলিশ এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে কাস্টসের ২ কর্মকর্তাসহ মোট ৮ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








