লকার থেকে ৫৫ কেজি স্বর্ণ উধাও, পুলিশ হেফাজতে ৪ জন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩


লকার থেকে ৫৫ কেজি স্বর্ণ উধাও, পুলিশ হেফাজতে ৪ জন
ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউসের লকার থেকে কমপক্ষে ৫৫ কেজি স্বর্ণ গায়েব হওয়ার ঘটনা ঘটেছে। চুরি হওয়া স্বর্ণের মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এ ঘটনায় চার সিপাহিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।


সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মিয়া সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।


তিনি বলেন, “কাস্টমস হাউসের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহীকে আমরা হেফাজতে নিয়েছি। স্বর্ণ চুরির ঘটনার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।”


আরও পড়ুন: শ্যামপুরে ২৮ কোটি টাকার সরকারি জমি উদ্ধার


এর আগে রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে স্বর্ণ গায়েবের ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।


আরও পড়ুন: ডিএমপির দুই কর্মকর্তাকে পদায়ন


পুলিশ জানায়, রবিবার দুপুরের দিকে ভল্ট থেকে স্বর্ণ চুরির বিষয়টি জানাজানি হয়। ওই এলাকাটি সংরক্ষিত। পুরো এলাকা সিসি ক্যামেরার নজরদারিতে। 


কাস্টম হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ মালপত্র গুদামে ঠিকঠাক রয়েছে কিনা, তা নিশ্চিত হতে কয়েক দিন ধরেই নিবিড়ভাবে কাজ করে যাচ্ছিল কাস্টম হাউস। আলাদা একাধিক দল গুদামের মালপত্রের তালিকা প্রস্তুত করছিল। এ সময় তারা দেখতে পায়, গুদামের একটি তালা বাইরে থেকে অক্ষত থাকলেও ভেতরের লকার ভাঙা। এর পরই স্বর্ণ চুরির বিষয়টি ধরা পড়ে।


জেবি/এসবি