Logo

পঞ্চগড়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত

profile picture
জনবাণী ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৩, ০৬:১১
31Shares
পঞ্চগড়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত
ছবি: সংগৃহীত

সদর উপজেলার ইউএনও জাকির হোসেন জানান, সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে

বিজ্ঞাপন

সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা আগামীকাল দশমীর মধ্যদিয়ে শেষ হবে এই উৎসব। পঞ্চগড় সদরসহ ৫ উপজেলায়  ৩০২টি দুর্গামন্দিরে  শারদীয়া উৎসব উদযাপিত হচ্ছে। গতবার ছিল ৪৯ টি। 

মন্দিরে মন্দিরে চলছে ধর্মাবলম্বীদের ব্যাপক উৎসবের আমেজ। পূণ্যার্থীরা এই বাৎসরিক উৎসবকে ঘিরে আনন্দনঘন শৈল্পিকতায় মন ভরে উপভোগ করছেন। সারা জেলায় চলছে একই রুপে আনন্দময় পরিবেশ। 

বিজ্ঞাপন

সদর উপজেলার ইউএনও জাকির হোসেন জানান, সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। 

বিজ্ঞাপন

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা  দেশের উন্নয়ন ও মানুষের  সকল অধিকার নিশ্চিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আশা রাখি সনাতন ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে তাদের উৎসব পালন করে তাদের হাজার বছরের সাংষ্কৃতি ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখবেন। 

তিনি আরোও বলেন, আমরা প্রশাসনসহ সবাই মন্দির পরিদর্শন করছি। এদিকে সরকার প্রতিটি দুর্গা মন্দিরে ৫০০শত কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন।

বিজ্ঞাপন

সদর উপজেলার মাগুড়া ইউপি চেয়ারম্যান জ্যোতিষ রায় বলেন, খুব উৎসবমুখর পরিবেশে শারদীয়া দুর্গাপুজা পালিত হচ্ছে।  কঠোর  নিরাপত্তা জোড়দার আছে। 

বিজ্ঞাপন

এদিকে জেলা প্রসাশক  জহরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল ইসলাম শারদীয়া উৎসবের নিরাপত্তা ব্যবস্থা কে জোড়দার রেখেছেন।

জেআর/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD