Logo

অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে আইনজীবীদের বিক্ষোভ

profile picture
জনবাণী ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৩, ০১:১৪
49Shares
অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে আইনজীবীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতের সামনে শেষ হয়।

বিজ্ঞাপন

অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রাম বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ'র উদ্যোগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৩ নভেম্বর) সকালে একুশে পদকে ভূষিত অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন এর নেতৃত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলটি জেলা আইনজীবী সমিতি ভবন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতের সামনে শেষ হয়। 

বিজ্ঞাপন

এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খুরশিদ আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, অ্যাডভোকেট নাজমুল ইসলাম, অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, অ্যাডভোকেট মহব্বত বিন খন্দকার, অ্যাডভোকেট জহির উদ্দিন আহমেদ প্রমুখ। 

সমাবেশে বক্তারা, উন্নয়ন ও গণতান্ত্রিক অভিযাত্রায়  নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান এবং অসাংবিধানিক ও অগণতান্ত্রিক সরকার কায়েমের ষড়যন্ত্র, অবরোধ  ও নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে রুখে দাড়াতে বলেন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে আইনজীবীদের বিক্ষোভ