Logo

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘বিসিক উদ্যোক্তা মেলা’ উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৩, ২৩:৩৪
59Shares
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘বিসিক উদ্যোক্তা মেলা’ উদ্বোধন
ছবি: সংগৃহীত

এ সময় পরিচালক মহোদয় মেলার স্টলসমূহ পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর মতিঝিলস্থ বিসিক ভবনে নীচতলায় ৫  দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৩ আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। 

রবিবার (৩ ডিসেম্বর) মেলার শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. আব্দুল মতিন, পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প), ড. মো. আলমগীর হোসেন, আঞ্চলিক পরিচালক, বিসিক, ঢাকা, জনাব অখিল রঞ্জন তরফদার, মহাব্যবস্থাপক (বিপণন), বিসিকসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় পরিচালক মহোদয় মেলার স্টলসমূহ পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান বিজয় দিবস ২০২৩ উদ্যাপন এবং দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র, ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) পণ্য ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণে সহায়তা প্রদানের উদ্দেশ্যে মেলার আয়োজন করা হয়। 

মেলায় ক্রেতা সাধারণগণ ৫০টি স্টল থেকে কারুপণ্য, নকশিকাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারী, লেদারগুডস, অর্গানিক ফুডস, মধুসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন।

বিজ্ঞাপন

মেলা চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। 

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD