Logo

বিএনপি নেতা সাইফুলসহ ১০ জনের ৩ বছরের কারাদণ্ড

profile picture
জনবাণী ডেস্ক
১২ ডিসেম্বর, ২০২৩, ০১:২৬
60Shares
বিএনপি নেতা সাইফুলসহ ১০ জনের ৩ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আনোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন

বিজ্ঞাপন

রাজধানীর তেজগাঁও থানায় ২০১৩ সালে নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির ১০ নেতাকর্মীর ভিন্ন দুই ধারায় ৩ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। 

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আনোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন, আনোয়ারুজ্জামান ওরফে আনোয়ার কমিশনার, লুৎফর রহমান, শাহীন, তরিকুল ইসলাম ঝন্টু, আমিনুল ইসলাম জাকির, গোলাম কিবরিয়া শিমুল, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম ও জাকির হোসেন।

দণ্ডবিধি আইনে ১ ধারায় তাদের ৬ মাস এবং আরেক ধারায় আড়াই বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। 

বিজ্ঞাপন

সেমবার দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাইফুল আলম নীরব ও আনোয়ার কমিশনার রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। অপর পলাতক ৮ আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৩ সালের ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালী থেকে তিন জন যাত্রী নিয়ে কাওরান বাজারের দিকে যাচ্ছিলেন সিএসজি চালক বাবুল। রাত ৮টার দিকে কাওরানবাজারের ওয়াসা ভবনের সামনে কয়েকজন গাড়ি থামিয়ে তার গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ওই ঘটনায় চালক বাবুল রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। 

বিজ্ঞাপন

২০১৪ সালের ১৪ আগস্ট মামলাটি তদন্ত করে তেজগাঁও থানার সাব-ইন্সপেক্টর মাহবুবুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD