Logo

ওমরাহ পালনে সৌদি আরব গেলেন হাবিব উল্লাহ কাঁচপুরী

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:১১
84Shares
ওমরাহ পালনে সৌদি আরব গেলেন হাবিব উল্লাহ কাঁচপুরী
ছবি: সংগৃহীত

চৌদ্দগ্রামের বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরী।

বিজ্ঞাপন

বশির হোসেন খান: পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওয়ানা দিয়েছেন আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লার চৌদ্দগ্রামের বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরী।

  

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় সৌদি আরবের উদ্দেশে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। আগামী ৪ দিন সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিমান ছাড়ার আগে তিনি নারায়নগঞ্জ ও কুমিল্লাবাসীর উদ্দেশে বলেন, পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা করেছি। আমি যেন সহিসালামতে ওমরাহ পালন করে আপনাদের মাঝে ফিরে আসতে পারি, সেই দোয়া চাই। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

বিজ্ঞাপন

ওমরাহ পালনে তার সফরসঙ্গী হিসেবে গেছেন প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ও বঙ্গবন্ধু যাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান (এনআই খান)।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD