Logo

খুলনার ৪, ৫ ও ৬ সংসদীয় আসনে নৌকা চ্যালেঞ্জের মুখে

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪৪
97Shares
খুলনার ৪, ৫ ও ৬ সংসদীয় আসনে নৌকা চ্যালেঞ্জের মুখে
ছবি: সংগৃহীত

ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হওয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছে খুলনা-৬ আসন।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম: খুলনার ৬টি সংসদীয় আসনে ৩টিতে নৌকা চ্যালেঞ্জের মুখে। বাকি ৩ টি আসনে নৌকার প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে। 

খুলনা-১ আসনে সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল বর্তমান সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাসকে পেছনে ফেলে এবার নৌকার টিকিট পেয়ে সুবিধাজনক অবস্থানে। তবে সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ও নির্বাচনী মাঠে কিছুটা উত্তাপ ছড়াচ্ছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খুলনা-২ আসনে বর্তমান সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুসপুত্র শেখ সালাউদ্দীন জুয়েল আবারও নৌকার মাঝি হয়েছেন। তার কোন শক্ত প্রতিদ্বন্দি নেই। 

খুলনা-৩ আসনে  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বর্তমান সংসদ সদস্য বেগম মন্নুয়ান সুফিয়ান মনোনয়ন বঞ্চিত হয়েছেন। সেখানে সকলকে তাক লাগিয়ে নৌকার টিকিট পান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তার কোন শক্ত প্রতিদ্বন্দি নেই।  

বিজ্ঞাপন

খুলনা-৪ আসনে দ্বিতীয় বারের মত নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক হুইপ খুলনা আওয়ামী লীগের এক সময়ের দাপুটে নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম এস এম মোস্তফা রশিদী সুজার ভাই এস এম মোস্তফা রশিদী দারা বেশ শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন।  মুশির্দী এলাকায় না থাকায় এবং সুজার অনুসারীরা সকল প্রকার সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় সবাই একাট্টা হচ্ছে দারার পক্ষে। ফলে এ আসনে নৌকা বেশ বেকায়দায় পড়েছে। 

বিজ্ঞাপন

খুলনা-৫ আসনে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ৪ বারের সংসদ সদস্য নারায়ণ চন্দ চন্দ আবারও নৌকার প্রার্থী হয়েছেন। তবে ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এবার নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেকের না পাওয়ার বেদনায়, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃনমুলে একাধিক গ্রুপ তৈরি হওয়ায় শেখ আকরাম হোসেনের দিকে অনেকে ভিড়ছেন। ফলে এ আসনে নৌকা বেশ চেলেঞ্জের মধ্যে পড়েছেন। 

বিজ্ঞাপন

খুলনা-৬ আসনে কোন আলোচনায় না থাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান মোড়ল নৌকার টিকিট পেয়েছেন। তবে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হওয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছে খুলনা-৬ আসন। 

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD