দ্বাদশ সংসদ নির্বাচনে সর্ব কনিষ্ঠ সাংসদ আজিজ

এই রেকর্ডটি ছিল তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দখলে।
বিজ্ঞাপন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্ব কনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আজিজুল ইসলাম ওরফে খন্দকার আজিজ।
তিনি যশোর ৬ কেশবপুর সংসদীয় আসন থেকে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ’ঈগল’ প্রতিক নিয়ে নির্বাচন করেন। খন্দকার আজিজ ১৯৯৫ সালে ১৫ এপ্রিল জন্ম গ্রহণ করেন। তাঁর বয়স ২৮ বছর। এত দিন এই রেকর্ডটি ছিল তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দখলে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নাটোর থেকে ২৮ বছর বয়সে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। জুনায়েদ আহমেদ পলক ১৯৮০ সালে ১৭ মে জন্ম গ্রহণ করেন।
অবশ্য এর আগে ১৯৭৩ সালে মাত্র ২৬ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হন নাটোরের সাইফুল ইসলাম। ২০২০ সালে ১০ মে তিনি মৃত্যু বরণ করেন।
বিজ্ঞাপন
আরএক্স/
বিজ্ঞাপন








