Logo

ময়মনসিংহ-৩ আসনে নৌকার পপি জয়ী

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৭
142Shares
ময়মনসিংহ-৩ আসনে নৌকার পপি  জয়ী
ছবি: সংগৃহীত

শনিবার (১৩ জানুয়ারি) স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণে বেশি ভোট পাওয়ায় তিনি জয় লাভ করেন।

বিজ্ঞাপন

ব্যালট ছিনতাইয়ের ঘটনায়  স্থগিত হওয়া দ্বাদশ জাতীয় নির্বাচনের ময়মনসিংহ-৩ আসনে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি।

শনিবার (১৩ জানুয়ারি) স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণে বেশি ভোট পাওয়ায় তিনি জয় লাভ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় একটি কেন্দ্রে অনিয়ম হওয়াইয় ভোটগ্রহণ বাতিল করে নির্বাচন কমিশন। গৌরিপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় নামের ওই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এর মধ্য নিলুফার আনজুম পেয়েছেন এক হাজার ২৯৫ ভোট। আগে পেয়েছিলেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে আগে পেয়েছিলেন ৫২ হাজার ২১১ ভোট। আর আজ পেয়েছেন ৩৫৫ ভোট।

এ নিয়ে জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্য সংখ্যা দাঁড়াল ২২৩ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে,  গত ৭ জানুয়ারি নির্বাচনে ৩০০ আসনে ভোটগ্রহণের কথা থাকলেও বৈধ এক প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে নির্বাচন বাতিল করে ইসি। ভোট হয় ২৯৯ আসনে। ময়মনসিংহ-৩ আসনের ফলাফল ওই একটি কেন্দ্রের অনিয়মের কারণে স্থগিত রাখা হয়েছিল। নওগাঁ-২ আসনে নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD