Logo

জবির অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জানুয়ারী, ২০২৪, ০২:৫২
63Shares
জবির অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

সকলের সহযোগিতায় বিভাগটিকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে চাই।

বিজ্ঞাপন

মিজান উদ্দিন মাসুদ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসাবে অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি তিনি সদ্য সাবেক চেয়ারম্যান ড. মো. আজম খানের স্থলাভিষিক্ত হয়েছেন। 

সোমবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এবিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আজম খান-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্তির শেষ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেন-কে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

এতে আরও বলা হয়েছে, তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এই আদেশ ২০ জানুয়ারি পূর্বাহ্ণ থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই সম্মানিত বিভাগের সভাপতিত্ব করতে পেরে আমি অনেক সম্মানিত। অর্থনীতি বিভাগ অনেক দূর এগিয়েছে। বছরের পর বছর ধরে মেধাবী নবীন শিক্ষার্থীরা বিভাগে তাদের পথ তৈরি করেছে। তাদের মধ্যে কেউ কেউ বিভাগের অধীনে স্নাতকোত্তর শেষ করার পরে অনুষদ হিসেবে যোগদান করে বিভাগটিকে সমৃদ্ধ করেছে। শিক্ষক এবং ছাত্রদের মধ্যে নিবিড় বন্ধনের সাথে বিভাগটি এই বিশ্ববিদ্যালয়ের কিছু সেরা ফলাফল তৈরি করছে। সকলের সহযোগিতায় বিভাগটিকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে চাই।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD